লালপুরে ভেজাল গুড় কারখানায় র‌্যাবের অভিযান : জরিমানা

লালপুরে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিযানে জরিমানা আদায়

র‌্যাব-৫-এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় আখের গুড় উৎপাদনকারী পৃথক ৪টি কারখানায় অভিযান চালিয়ে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল গুড় উদ্ধার করে এবং কারখানার মালিকদের জরিমানা করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে বালিতিতা ইসলামপুর গ্রামের মসলেম উদ্দিনের দুই ছেলে গোলাম মোস্তফা (৪৫) ও মোস্তাফিজুর রহমান (৩৪), কলিমুদ্দিনের ছেলে একাব্বর আলী (৩০) এবং লালপুর কলোনির মৃত আসমত শেখের ছেলে সিজদার শেখকে (৪৬) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে ১ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানা দিয়ে অপরাধীরা তাৎক্ষণিক মুক্ত হন। উৎপাদিত ভেজাল গুড় ও ভেজাল সামগ্রী চিটাগুড়, চিনি, ময়দা, হাইড্রোজ, বিভিন্ন রং, ফিটকিরি প্রভৃতি জলাশয়ে ফেলে ধ্বংস করা হয়।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

1 + five =

Back to top