পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৫ কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে পাঁচটি শিল্প কারখানাকে ৩৫ লাখ ২২ হাজার ৫৩৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ওইসব কারখানার মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে এ শুনানি হয়। এতে তরল বর্জ্য বিভিন্ন স্থানে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরে অবস্থিত পাঁচটি কারখানাকে জরিমানা করা হয়। কারখানারগুলোর মধ্যে গাজীপুরের ডালাস ফ্যাশন লিমিটেডকে ১৫ লাখ ২০ হাজার, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১২ লাখ ২৮ হাজার টাকা, ক্রসলাইন নিট ফেব্রিকসকে ৬ লাখ ৯৬ হাজার, ইন্ডিগো ওয়াশিং লিমিটেডকে ৭৮ হাজার ও জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ৫৩৪ টাকা জরিমানা করা হয়।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Back to top