প্লাস্টিকের পানির বোতলের যুগ শেষ হতে চলেছে?

প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। আর তাই বিজ্ঞানের সহায়তায় এবার প্লাস্টিকের পানির বোতলের যুগ শেষ হতে চলেছে। এক বছরের মধ্যে বাজারে আসছে বাবল আকৃতির বিশেষ পানির প্যাকেট, এর পুরোটাই মুখে পুরে দিয়ে খাওয়া যাবে। এটি প্লাস্টিকের পানির বোতলের যুগ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
খাওয়ার উপযোগী পানির প্যাকেটটির নাম ‘ওহো’। ২০১৪ সালে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব আর্টের তিনজন প্রকৌশল শিক্ষার্থী পরিবেশবান্ধব এই প্যাকেট উদ্ভাবন করেছে এবং খুব শিগগির এটি বাজারে নিয়ে আসার জন্য সম্প্রতি উদ্ভাবকরা ফান্ড সংগ্রহ করছে বলে জানিয়েছে ডেইলি মেইল অনলাইন।

2

‘ওহো’র তিন উদ্ভাবক- রদ্রিগো গার্সিয়া গঞ্জালেজ, পিয়েরে পাসলিয়ার ও গুইলিয়াম কোচে বলেন, পরিবেশ থেকে প্লাস্টিক বর্জ্য কমানোর উদ্দেশ্যেই তাদের এই উদ্ভাবন। প্লাস্টিকের পানির বোতল এবং কাপের তুলনায় শতভাগ স্বাস্থ্যসম্মত ওহো। এটি স্বচ্ছ্ব, পরিবেশবান্ধব, জীবাণু প্রতিরোধক ও খাওয়ার উপযোগী।

3
বাবল আকৃতির প্রতিটি ওহো ২৫০ মিলিলিটার পানি সম্পন্ন। এই প্যাকেট ছিদ্র করে পানি পান করা যাবে কিংবা প্যাকেটটিই খেয়ে ফেলা যাবে।
ডাবল আবরণের এই বাবল আকৃতির প্যাকেট সোডিয়াম শ্যাওলার মিশ্রণে তৈরি করা হয়েছে, যা বাদামি শ্যাওলা ও ক্যালসিয়াম ক্লোরাইড থেকে নেয়া হয়েছে। জেলিফিকেশন কৌশল ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
ওহো’র নির্মাণ খরচ খুবই কম, প্রতিটি প্যাকেট তৈরিতে খরচ পড়েছে মাত্র ২ সেন্টের মতো। খুচরা মূল্য এখনো ঘোষণা না করে হলেও, ধারণা করা হচ্ছে স্বল্প মূল্যেই পাওয়া যাবে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত পানীয় প্যাকেট ‘ওহো’। আগামী ১২ মাসের মধ্যে এটি বাজারে আসবে বলে জানিয়েছেন উদ্ভাবকরা।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =

Back to top