‘জনসচেতনতাই খাদ্য ভেজাল দূর করতে পারে’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জনসচেতনতা থাকলে খাদ্য ভেজাল থেকে নিজে ও অপরকে দূরে রাখতে পারবে। খাদ্য ভেজাল দূর করতে সকলকে সচেতন হতে হবে। সব জায়গায় ভেজাল দিচ্ছে। বড় বড় প্রতিষ্ঠান বা হোটেলগুলোতেও খাদ্যে ভেজাল হচ্ছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা সেবা ২১দিন ও নিরাপদ খাদ্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করছে সরকার।

তিনি আরও বলেন, ভেজাল বিরোধ অভিযানে অনেক বড় বড় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ভেজাল খাদ্যের জন্য মুত্যৃদন্ডের মতো আইন আছে কিন্তু সেই আইন বাস্তবানের পরিবেশ এখনো গঠন হয়নি।

তিনি বলেন, সরকার রোহিঙ্গাদের ফিরত পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে। পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করে তাদেরকে ফিরত দেয়া হবে। তাদের উপর অত্যাচার না করা হয় জাতিসংঘের পর্যবেক্ষণ টিম থাকার শর্তে ফিরত পাঠানো হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স ড. আরেফিন সিদ্দিক।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =

Back to top