৩ মেডিকেলে র‌্যাবের অভিযান, প্রায় ১২ লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া ব্লাড ব্যাংক পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর পল্লবী ও কাফরুলের তিনটি মেডিকেলে অভিযান চালিয়ে ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরের আল হেলাল স্পেশ্যালাইজড, ডিজিল্যাব মেডিকেল সার্ভিসেস-১ ও ২ নম্বর হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. শাহজাহান ও আব্দুর রব এবং ওষুধ প্রসাশনের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।th 01
র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. “িারুল আলম জানান, অভিযানের সময় দেখা যায়, লাইসেন্স বিহীন ব্লাড ব্যাংক পরিচালনা, প্লাজমা সংরক্ষণ ফ্রিজ না থাকা, প্লাজমা ও ব্লাড নরমাল ও একই ফ্রিজে রাখা, মেয়াদোর্ত্তীন রি-এজেন্ট, হেমাটোলজি রি এজেন্ট, এইচবিআই-সি এর ব্যবহার ও মেডিকেল টেকনোলজিস্টের কোন সার্টিফিকেট না থাকা, প্রশিক্ষণ প্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান না থাকা এবং পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ওই তিন মেডিকেলের ১৪ জনকে আটক করা হয়। পরে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Back to top