ভেজাল কে জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করে এর প্রতিকারের ব্যবস্থা করুন-

আক্তার হোসেনঃ-

সময়ের চিন্তা ডট কমঃ বাংলাদেশের জাতীয় সমস্যা গুলির মধ্যে অন্যতম সমস্যা ভেজাল। জঙ্গী, মাদক ও দুর্নীতি দমনে সরকার, রাজনীতিবিদ, সাংবাদিকসমাজ, প্রশাসন যে ভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে, কিন্তু ভেজাল প্রতিরোধে তেমন কোন জোরালো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। ভেজালের আগ্রাসনে ভোক্তা সমাজ আজ আতংকিত । ভেজাল খাদ্য পণ্য গ্রহণের ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সার সহ বিভিন্ন কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পরছে । সরকারি ভাবে ভেজাল বিরোধী অভিযান যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে পরিচালনা করা হচ্ছে না । ভেজাল বিরোধী অভিযানে নাম মাত্র আর্থিক জরিমানা করে ভেজাল কারীদের ছেড়ে দিচ্ছে, যার ফলে দুর্নীতিবাজ, অসাধুব্যবসায়ী ও তাদের দোসররা ভেজাল বিরোধী আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অনায়াসে তাদের ভেজাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে । জঙ্গী,   মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারি ও বেসরকারি ভাবে যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে । ভেজালের ক্ষেত্রে তেমন কোন প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না । যার কারণে দিন দিন ভেজাল কারীদের দৌরাত্ম বেড়েই চলছে । তাই এখন থেকে যদি সরকার ভেজালকে জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করে এ প্রতিকারের পদক্ষেপ গ্রহণ না করেন এবং ভেজালকারীদের লাগাম টেনে না ধরেন, তাহলে ভেজালে ভেজালে দেশ সয়লাব হয়ে যাবে । এতে করে ভবিষ্যতে মহামারী আকার ধারণ করবে বলে ভোক্তা সমাজ মনে করেন । বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য ২০০৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ’ নামে একটি আইন পাশ করেছেন । আইনটি এতই চমৎকার অথচ ভোক্তারা এ আইনটি সম্পর্কে এখনো সচেতন না । যার কারণে ভোক্তা সমাজ আইনটির সুফল থেকে বঞ্চিত হচ্ছে । ভোক্তা অধিকার আইনটি সম্পর্কে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালিয়ে ভোক্তাদের সচেতনতা সৃষ্টির জন্য সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করবেন বলে আশা রাখি । ভোক্তা অধিকার আইনটি যথাযথ ভাবে প্রয়োগ করে দুর্নীতিবাজ, অসাধুব্যবসায়ী ও তাদের দোষরদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিধান নিশ্চিত করতে পারলেই কেবল মাত্র ভেজাল মুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব । তাই ভেজাল কে জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করে দল মত নিবিশেষে সম্মিলিত ভাবে ভেজাল প্রতিরোধে কাজ করার জন্য জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি আহবান  ভেজাল প্রতিরোধ করুন, ভেজাল খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রেতাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন । হে আল্লাহ তুমি আমাদের ভেজালের অভিশাপ থেকে মুক্ত কর।

লেখক

সাধারণ সম্পাদক

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ জেলা কমিটি

০১৮৭২৭৯৩৫২২

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eight + 9 =

Back to top