মতামত

B 001

B 03
 B 04  B 05
 B 07  B 06
 B 01  B 02
B 08

B 09

 B 10  B 11
B 12

B 13

B 14

B 15

 

 B 16  B 17

B 18

MG 01

ভেজাল রোধে আইন প্রয়োগ নেই

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। গতকাল জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলের আইপিডি সেন্টারে আয়োজিত বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, হুইপ নূরুল ইসলাম ওমর, আলতাফ আলী, মামুনুর রশিদ, শাহানারা বেগম, ইয়াহিয়া চৌধুরী, রওশন আরা মান্নান, খোরশেদ আরা হক, জানিপপের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ন্যাশনাল এলিয়ান্স অব ডিজাবল পিপল্স অরগানাইজেশনের প্রেসিডেন্ট মো. আবদুল সাত্তার দুলাল প্রমুখ। ভেজাল প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত না করার ফলে জনগণের খাদ্য অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর খাদ্যে ভেজালের মতো ওষুধেও প্রতিনিয়ত ভেজাল মেশানো হচ্ছে। ভেজাল খাদ্য ও ভেজাল ওষুধ প্রতিরোধে শুধু সরকারের ওপর নির্ভর না করে জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকেই বাস্তব ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।